Amaderadd

Friday, August 15, 2014

এনালগ কম্পিউটার



কাজ করে পরিমাপন (Measuring) পদ্ধতিতে। যেমন-বিদ্যুতের তারের ভোল্টেজের ওঠা-নামা, কোনো পাইপের ভেতরের বাতাস বা তরল পদার্থের চাপ কম-বেশি হওয়া, বাতাসের প্রবাহ ও চাপ পরিবর্তিত হওয়া ইত্যাদি পরিমাপনের ক্ষেত্রে এনালগ কম্পিউটার দক্ষতার সঙ্গে বিশ্লেষণধর্মী কাজ করতে পারে। এনালগ কম্পিউটারের সবচেয়ে পরিচিত উদাহরণ হিসেবে গাড়ির গতিবেগ প্রদর্শনের কাঁটা বা মিটারের কথা উল্লেখ করা যেতে পারে। গাড়ির গতি বাড়ার সঙ্গে সঙ্গে কাঁটাটি উচ্চতর নির্দেশক সংখ্যার ঘরগুলো অতিক্রম করে যায়। আবার গাড়ির গতি কমে আসার সঙ্গে সঙ্গে কাঁটাটি ক্রমান্বয়ে নিম্নতর গতি নির্দেশিক সংখ্যার ঘরের দিকে নেমে আসতে থাকে । এটাই হচ্ছে এনালগ কম্পিউটারের একমাত্র বৈশিষ্ট্য- পর্যায়ক্রমে ওঠা-নামা করা। বিভিন্ন প্রকার শিল্প-কারখানায় তাপ, চাপ ইত্যাদি পরিমাপনের জন্য এনালগ কম্পিউটার ব্যবহার করা হয় । এনালগ কম্পিউটারের ফলাফল প্রদর্শিত হয় পরিমাপন কাঁটা, ভিডিও ডিসপ্লে ইউনিটের মাধ্যমে। প্নটারের সাহায্যে মুদ্রিত আকারে এনালগ কম্পিউটারের কাজের ফলাফল পাওয়া যায়। এনালগ   কম্পিউটারের প্রসেসর নির্দিষ্ট কাজে ব্যবহারের উপযোগী করে তৈরী করা হয়ফলে, এক ধরনের কাজে ব্যবহৃত এনালগ কম্পিউটার দিয়ে সাধারণত অন্য ধরনের কাজ করা যায় না।

No comments: