Amaderadd

Friday, August 15, 2014

স্মৃতি



 কম্পিউটার ছাড়া অন্যান্য কিছু ইলেক্ট্রনিক যন্ত্রে সীমিত স্মৃতি থাকে । কিন্তু, কম্পিউটারের স্মৃতির ধারণ ক্ষমতার সঙ্গে এ সব ইলেক্ট্রনিক যন্ত্রের স্মৃতির তুলনা করা যায় না।  কম্পিউটারের সহায়ক স্মৃতিতে বিপুল পরিমাণ তথ্য ধারণ করে রাখা যায়। বিপুল পরিমান লেখালেখির কাজ, হিসেব-নিকাশের কাজ শব্দ ও ছবি, চলমান চিত্র বা ভিডিও, কার্টুন কম্পিউটারের স্মৃতিতে ধারন করে রাখা যায় । প্ররবর্তি সময়ে প্রয়োজন অনুযায়ী স্মৃতিতে জমা করে রাখা এ সব বিষয়ে ব্যবহার করা যায়। স্মৃতিতে ধারন করে রাখা  অসমাপ্ত কোনো কাজ প্ররবর্তিতে স্মৃতি থেকে তুলে এনে সমাপ্ত করে আবার স্মৃতিতে রেখে দেওয়া যায়। কম্পিউটারের সঙ্গে স্মৃতিশক্তি যুক্ত হওয়ার পর অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্র থেকে কম্পিউটার বিশেষভাবে গুরুত্ব লাভ করে এবং মানুষের ব্যবহারিক জীবনে অপরিহার্য হয়ে উঠতে থাকে।

No comments: