Amaderadd

Friday, August 15, 2014

পঞ্চম প্রজন্মের কম্পিউটার (ভবিষ্যৎ)



পঞ্চম প্রজন্মের কম্পিউটার হবে কৃতিম বুদ্ধি খাটিয়ে কাজ করার ক্ষমতা সম্পন্ন। এ জন্য কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) সংযোজনের উপর গবেষণা চলছে। এ পর্যন্ত এ বিষয়ে খুব সীমিত আকারে সাফল্য অর্জিত হয়েছে পূর্ণ সাফল্য অর্জিত হওয়ার পর পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বিচার বুদ্ধি প্রয়োগ করা সম্ভব হবে বলে কম্পিউটার বিজ্ঞানীরা আশাবাদী । এ ছাড়া মানুষের কণ্ঠে দেওয়া নির্দেশ অনুধাবন করে পঞ্চম প্রজন্মের কম্পিউটার কাজ করতে পারবে। আর পঞ্চম প্রজন্মের কম্পিউটারের গতি, ক্ষমতা যে বিস্ময়কর রুপে বৃদ্ধি পাবে সে কথা বলার অপেক্ষাই রাখে না।
আসলে সথিকভাবে অনুমান করা কঠিন যে, পঞ্চম প্রজন্মের কম্পিউটার কেমন হবে। তবে একুশ শতকের শুরুতে সম্ভাব্য যে সব বৈশিষ্ট্য এ ধরনের কম্পিউটারে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, তা হল-
A/উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির হাজার হাজার মাইক্রোপ্রসেসরে ব্যবহার
B/নতুন প্রজন্মের নতুন আকৃতির উচ্চ প্রসেসিং ক্ষমতার একাধিক কোরের মাইক্রোপ্রসেসরে ব্যবহার
                                                C/ ন্যাচারাল ল্যাংঙ্গুয়েজ প্রোগ্রামিং
D/কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তির চরম বিকাশ
E/ইনপুট ও আউটপুট যন্ত্রের সীমাবদ্ধতা বিলোপ
F/কণ্ঠস্বর শনাক্তকরণ ও বিশ্বের সকল ভাষায় কম্পিউটিং
G/ডায়ানামিক/ইন্টারএক্টিভ মিল্টিমিডিয়াসহ সকল ধরনের তথ্য পারাপার, প্রক্রিয়াকরণ ও ধারন করার বিপুল ক্ষমতা অর্জন
H/ডাটা স্টোরেজ ও সহযোগী যন্ত্রের পরিধির ব্যাপক সম্প্রসারণ
I/বহুমুখী কাজে বহুমুখী ইনপুট/আউটপুট যন্ত্রের ব্যবহার
J/একসাথে অনেক কাজ করা বা মাল্টিপ্রসেসর ও মাল্টিটাস্কিং সিস্টেমের ব্যাপক ব্যবহার

No comments: