Amaderadd

Friday, August 15, 2014

সফটওয়্যার



Software: কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে নিস্প্রান দেহের মতো। কম্পিউটারের হার্ডয়্যারের প্রাণশক্তি হচ্ছে সফটওয়্যার । সফটওয়্যার সাড়া হার্ডওয়্যার চলতে পারে না। সফটয়্যার প্রধানত দুই প্রকার। যেমন-পূর্ব-লিখিত সফটওয়্যার (Prewritten Software)  এবং বিশেষ প্রয়োজনে তৈরী করে নেওয়া সফটওয়্যার (Customized Software)পূর্ব-লিখিত সফটওয়্যার আবার ২ প্রকার। যেমন-(Application Program) & (System Software & Operating System)
ব্যবহারকারীদের সাধারন চাহিদা অনুযায়ী বিভিন্ন সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান পূর্ব-লিখিত সফটওয়্যারগুলো উন্নয়ন করে এবং বাজারজাত করে। কিন্তু বাজারে প্রাপ্ত পূর্ব-লিখিত সফটয়্যারের সাহায্যে যদি কোনো ব্যবহারকারীর চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব না হয়, তাহলে ব্যবহারকারীর চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব না হয়, তাহলে ব্যবহারকারীর নিজস্ব চাহিদা অনুযায়ী সফটওয়্যার তৈরী করে নিতে হয়। এই বিশেষভাবে তৈরি করে নেওয়া সফটওয়্যারকেই (Customized Software) বলা হয়। ব্যবসায়ী প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের নিজেস্ব পদ্ধতিতে হিসেব-নিকেশ, তথ্য ব্যবস্থাপনা বা অন্যান্য কাজের জন্য অনেক সময় বিশেষভাবে সফটওয়্যার তৈরী করিয়ে নেওয়া প্রয়োজন হয়।

No comments: