Amaderadd

Friday, August 15, 2014

মেইনফ্রেম কম্পিউটার



মেইনফ্রেম কম্পিউটার:সুপার কম্পিউটারের চেয়ে তুলনামূলক কম শক্তিশালী কম্পিউটার হচ্ছে (Mainframe Computer) মেইনফ্রেম কম্পিউটার বিপুল পরিমান উপাত্ত বিশ্লেষণের কাজ করতে পারে । বৈজ্ঞানিক গবেষণার সূক্ষ্মতিসূক্ষ্ম উপাত্ত বিশ্লেষণ ও গানিতিক কাজ মেইনফ্রেম মেইনফ্রেম কম্পিউটারের সাহায্যে দক্ষতার সঙ্গে সম্পাদনা করা যায় । তবে অফিস-আদালত, বড় বড় শিল্প-কারখানা ও গবেষনা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের বিপুল পরিমান এবং জটিল তথ্য ব্যবস্থাপনার কাজেই সাধারণত মেইনফ্রেম কম্পিউটারে মূল কেন্দ্রীয় প্রক্রিয়াকরন ইউনিটের সঙ্গে অনেকগুলি টার্মিনাল যুক্ত করে একই সঙ্গে অনেক ব্যবহারকারী বিভিন্ন ধরনের কাজ করা যায় । এ ছাড়া উচ্চস্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও প্রয়োজনীয় সব ধরনের কাজ করা যায়। আইবিএম, ইউনিপিস,হিটলেট প্যাকার্ড ইত্যাদি কোম্পানি মেইনফ্রেম কম্পিউটার তৈরী করে।

No comments: