Microcomputer: হচ্ছে ছোট আকারের কম্পিউটার
। এক ব্যক্তি একটি কম্পিউটার ব্যবহার করে থাকেন । এ জন্য মাইক্রোকম্পিউটারকে
পার্সোনাল কম্পিউটার বা পিসি বলা হয়। মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারের
ব্যবহার সম্প্রোসারিত হওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার প্রযুক্তি সাধারণ স্তরের মানুষের
ব্যবহারের আওতায় এসেছে । অফিস-আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষা
প্রতিষ্ঠান,ব্যক্তিগত প্রয়োজন ইত্যাদি সব ধরনের প্রতিষ্ঠানের কাজে এখন মাইক্রোকম্পিউটারে ব্যবহৃত হচ্ছে।
মাইক্রোকম্পিউটার প্রধানত একক প্রসেসর (Uniprocessor) বিশিষ্ট হয়। তবে সম্প্রতি মাইক্রোকম্পিউটারে
মাল্টিপ্রসেসর যুক্ত হচ্ছে। মাইক্রোকম্পিউটারে ব্যবহৃত প্রসেসরের ক্ষমতা অতি দ্রুত
উন্নত থেকে উন্নততর হওয়ায় মিনিফ্রেম কম্পিউটারের প্রয়োজনীয়তা ইতোমধ্যেই ফুরিয়ে
গেছে । মিনিফ্রেম কম্পিউটার এখন আর ব্যবহৃত হয় না। বিশ্বে এখন সর্বাধিক জনপ্রিয়
মাইক্রোকম্পিউটারকে পিসি বা পার্সোনাল কম্পিউটার বলা হয়। টেবিলের উপর রেখে কাজ করা
যায় বলে মাইক্রোকম্পিউটারকে ডেস্কটপ কম্পিউটার হিসেবেও উল্লেখ করা হয়। সময়ের সঙ্গে
সঙ্গে মাইক্রোকম্পিউটারের সকল গুনাবলি অক্ষুন্ন রাখা সম্ভব হয় ।এ সব বহনযোগ্য কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার হিসেবে
পরিচিত । ল্যাপটপের আকার ও ছোট হচ্ছে। ল্যাপটপের আকারও ছোট হচ্ছে । ল্যাপটপের
চেয়েও ছোট আকারের কম্পিউটারও এখন জনপ্রিয় হচ্ছে । মোবাইল ফোন ও হয়ে উঠেছে মাইক্রোকম্পিউটারের ।
No comments:
Post a Comment