Amaderadd

Friday, August 15, 2014

হাইব্রিড কম্পিউটার



 Analog Computer এবং Digital Ccomputer এর প্রয়োজনীয় বৈশিষ্ট্যাবলির সমন্বয়ে গঠিত করা হয় হাইব্রিড কম্পিউটার ।  Hybrid Computer হচ্ছে Analog এবং Digital উভয় পদ্ধতির সমন্বয়। হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত উপাত্ত সংখ্যায় রুপান্তরিত করে দিজিটাক অংশে প্রেরণ করা হয়। ডিজিটাল অংশ প্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরনের পর ফলাফল প্রধান করে। উদাহরণ হিসেবে হাসপাতালে ব্যবহৃত হাইব্রিড কম্পিউটারের কথা উল্লেখ করা যেতে পারে। রোগীর রক্ত চাপ,হৃদযন্ত্রের ক্রিয়া,  শরীরের তাপ ইত্যাদির উপাত্ত এনালগ অংশের সাহায্যে গ্রহন করার পর উপাত্তগুলি ডিজিটাল কম্পিউটার ব্যবহারযোগ্য সংখ্যা সংকেতে রুপান্তরিত হয়ে ডিজিটাল অংশে স্থানান্তরিত হয় । ডিজিটাল কম্পিউটার প্রক্রিয়াকরন/বিশ্লেষণ করে রোগীর বর্তমান অবস্থা ফলাফল বা আউটপুট আকারে তুলে ধরে। এ ছাড়া ক্ষেপনাস্ত্র, নভোযান এবং অন্যান্য ক্ষেত্রও হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়।

No comments: