Amaderadd

Friday, August 15, 2014

তৃতীয় প্রজন্মের কম্পিউটার(১৯৬৫-৭১)




দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার চালু থাকা অবস্থায় নতুন ধরনের সার্কিট উদ্ভাবনের চেষ্টা শুরু হয়। অনেকগুলো ট্রানসিস্টর এবং অন্যান্য উপকরণ মিলিয়ে একীভুত সার্কিট (Integrated Circuit) তৈরী করে ক্ষুদ্র সিলিকন পাতের উপর স্থাপন করার মাধ্যমে এরুপ সার্কিট তৈরির কাজ শুরু হয় ১৯৫৫ সালে।
সমন্বিত সার্কিট ব্যবহার করে তৈরি করা হয় তৃতীয় প্রজন্মের কম্পিউটার । ফলে কম্পিউটারের আকার আরও ছোট হয়ে আসে, দাম কমে যায় এবং কাজ করার ক্ষমতা বহুগুনে বেড়ে যায়। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সাথে আরও বাড়তি সুযোগ যুক্ত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুদ্রিত আকারে আউটপুট পাওয়ার জন্য লাইন প্রিন্টারের ব্যবহার। ১৯৪৬ সালে আইবিএম তার মেইনফ্রেম কম্পিটার সিস্টেম/৩৬০ ঘোষণার মধ্য দিয়ে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সূচনা করে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের প্রসেসরে নির্দেশমালার অনেকগুলোই বৈজ্ঞানিক কাজ প্রক্রিয়াকরণের জন্য বিশেষভাবে উপযোগী ছিল। এ প্রজন্মের উল্লেখযোগ্য অন্যান্য কম্পিউটারগুলো ছিল । এ প্রজন্মের উল্লেখযোগ্য অন্যান্য কম্পিউটারগুলো ছিল আইবিএম ৩৬০ ও ৩৭০ ও পিডিপি-৮ ও ১১ এবং জিই-৬০০ ইত্যাদি। ১৯৬৪ থেকে ১৯৭০ সালের মধ্যে তৈরী ও ব্যবহৃত কম্পিউটারগুলোকে তৃতীও প্রজন্মের অন্তর্ভুক্ত বলে ধরা হয়।
তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলোর বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
A/আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার
B/সেমি কন্ডাক্টর মেমোরির ব্যবহার
C/ হাই লেভেল ল্যাংগুয়েজের ব্যবহার
D/আউটপুটের জন্য ভিডিও ডিসপ্লে ইউনিট (VDU) এবং লাইন প্রিন্টারের ব্যবহার

No comments: