Amaderadd

Friday, August 15, 2014

ডিজিটাল বাংলাদেশ - হ্যালো ওয়ার্ল্ড



আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
আমরা বর্তমান বাংলাদেশের মানুষ সমগ্র বিশ্বের সামনে মাথা উছু করে দারাতে চাই । আমাদের এই সোনার বাংলা কে ডিজিটাল করতে চাই । আমদের এই দেশ পাট গম চাল এর জন্য বিক্ষাত্। আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এখন আমাদের জন্য এই স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে । আর এখন এই মুহুর্তে দরকার আমাদের এ দেশের যুবক সমাজকে অনুপেরনা দেওয়া । আর এখনি আমাদের দেশ উন্নত হওয়ার সময় । কারন এখন আমাদের দেশে যুবক বেশি । আর সে কারনেই আমরা আর নিচু হয়ে থাকতে চাই না । আমরা ও কম্পিউটার সাইন্স ও টেকনোলজিতে বিশ্বের অন্যান্য দেশের মত উন্নত হতে চাই। আমরা চেস্টা করছি সামনের দিকে আমাদের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপন করবো ইনশাআল্লহ ।এবং এ কাজ করতে পারলে আমাদের অনেক উপকার হবে । ও আমরা অনেক উন্নত হতে পারবো ইনশাআল্লহ । আমরা আশা করছি ২০২১ সালের মধ্যে আমাদের এই সোনার বাংলা থেকে খুধা ও দরিদ্রতা উঠে যাবে । আমরা বাংঙালি এখনো আমরা বুকে হাত দিয়ে বলতে পারি গর্বো করে বলতে পারি আমরা বাংঙালি। যে দেশের মাটির সন্তান হচ্ছে হযরত মাও শামসুল হক ফরিদপুরি (র)। ও হাজারো আলেম পিরে কামেল ও শাইখ শুয়ে আছেন এদেশের মাটিতে ।

No comments: