Amaderadd

Friday, August 15, 2014

কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার



হার্ডওয়্যার:কম্পিউটারের সকল প্রকার যন্ত্র এবং যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলা হয়। কম্পিউটারের কোনো   হার্ডওয়্যারই একইভাবে বিচ্ছিন্নভাবে সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারে না।  হার্ডওয়্যারগুলোর পারস্পরিক সংযোগের মাধ্যমে একটি কাজ শুরু থেকে শেষ পযর্ন্ত সম্পন্ন করে । কম্পিউটারের  হার্ডওয়্যারগুলোর উল্লেখযোগ্য হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, স্থায়ী স্মৃতী, অস্থায়ী স্মৃতি, বিভিন্ন প্রকার কার্ড/ এ্যাডাপ্টর বসানোর ঘর বা স্নট এবং পাওয়ার বোর্ড,  হার্ডওয়্যার বা যন্ত্রাংশ বসানোর জন্য ব্যবহৃত সার্কিট বোর্ড বা মাদার বোর্ড ইত্যাদি। এ ছাড়া রয়েছে প্রতিটি যন্ত্রের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত  ক্যাবল ও বিভিন্ন প্রকার খুচরা যন্ত্রাংশ। কম্পিউটারের সঙ্গে বাইরে থেকে সংযুক্ত অনেক রকম ইনপুট ও আউটপুট যন্ত্রাদি ব্যবহৃত হয়। বহুল ব্যবহৃত ইনপুট  যন্ত্রাদির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কী-বোর্ড, মাউস,স্ক্যানার,গ্রাফিক্স,গ্রাফিক্স ট্যাবলেট, ওসিআর,ওএমআর,ডিজিটাল ক্যামেরা,ভিসিয়ার/ভিসিপি/ভিসিড/ডিভিডি ইত্যাদি।

No comments: