Amaderadd

Friday, August 15, 2014

কম্পিউটার ও মোবাইল ফোনের মধ্যে পার্থক্য



কম্পিউটার ও মোবাইল ফোনের মধ্যে পার্থক্য ক্রমান্বয়ে কমে আসছে। মোবাইল ফোন শুরুতে তারবীহিন টেলিফোন হিসেবে গুরুত্ব লাভ করে । আকারে ছোট হওয়ায় পকেটে বা হাতে নিয়ে চলাফেরা করা যায়। সহজে বহনযোগ্য হওয়ায় এবং নব্বেইয়ের দশকের মাঝামাঝি সময়ের পর থেকে দাম কমে আসায় মোবাইল ফোন সকল দেশে মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার মধ্য চলে আসে। এখন সকল শ্রেণীর মানুষের হাতেই মোবাইল ফোন দেখা যায়। শুরুতে তারবিহীন টেলিফোন হিসেবে গুরুত্ব লাভ করলেও  ক্রমান্বয়ে মোবাইল ফোনের সঙ্গে একটি একটি করে সুযোগ বাড়ানো হচ্ছে। এখন মোবাইল ফোনে দেশে-বিদেশে কথা বলা ছাড়াও খবর দেখা যায়, গান রেকর্ড করা যায়,গেম খেলা যায়,ছোট-খাটো হিসেবের কাজও করা যায়। কোনো কোনো মোবাইল সম্পূর্ণ কম্পিউটারের কাজ করতে পারে। মোবাইল ফোনের সঙ্গে নতুন নতুন যুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নব্বইয়ের দশকের শুরুতে পামটপ কম্পিউটার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। ইংরেজি পাম (Palm) শব্দের অর্থ হচ্ছে হাতের তালু। পামটপ কম্পিউটার হচ্ছে হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার। কিন্তু, পামটপ কম্পিউটার বিদ্যমান কম্পিউটারের বিকল্প হিসেবে গুরুত্ব লাভ করতে পারেনি। ফলে পামটপ কম্পিউটার তৈরি ও বাজারজাত করার উদ্যোগ তেমন সফল হয়নি। মোবাইল ফোন হয়তো এক সময় পামটপ কম্পিউটারের মতো একটি অবস্থানে পৌছতে পারে। অনেকে এসবকে পিডিএ ফোন বা স্মার্টফোন বলেন।

No comments: