Amaderadd

Friday, August 15, 2014

ডিজিটাল কম্পিউটার



কাজ করে বাইনারি সংখ্যার মাধ্যমে প্রাপ্ত নির্দেশ (Instruction)-এর ভিত্তিতে। ডিজিটাল কম্পিউটারের কাজ করার ধরন হচ্ছে অগ্রসরমাণ ও পর্যায়ক্রমিক (Progressive and Sequential)বর্তমানে বহুল ব্যবহৃত মাইক্রোকম্পিউটার বা ডেস্কটপ  কম্পিউটারগুলো হচ্ছে Digital CcomputerDigital Ccomputer দিয়ে বহুমুখি কাজ করা যায় । Digital Ccomputer শূন্য (০) এবং এক (১) এ দুটি বাইনারি সংখ্যা দিয়ে লেখালেখি ও হিসেব-নিকেশের কাজ থেকে শুরু করে ছবি সম্পাদনা ও জটিল স্থাপত্য ও নির্মাণ কাজের নক্সা তৈরির কাজ পর্যন্ত করে থাকে। ডিজিটাল কম্পিউটারের ফলাফল সর্বপ্রথম  প্রদর্শিত হয় মনিটরের পর্দায়। এ ফলাদল আউটপুট প্রিন্টারের সাহায্যে মুর্দ্রিত আকারে নেওয়া যায়, ইন্টারনেটে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখা যায়, বিভিন্ন প্রকার ডিস্কে কপি করে অন্য কোনো ব্যবহারকারী বরাবর সরবরাহ করা যায়।

No comments: