প্রথম দিকের
কম্পিউটারের মান ছিল হার্ডওয়্যারের সাথে প্রাপ্ত সফটয়্যার দিয়ে কাজ করা। কাজটি
কঠিন ছিল । কারন কম্পিটার ব্যবহার করার জন্য আলাদা আলাদাভাবে সফটয়্যার তৈরী করতে
হত। কম্পিউটার ব্যবহার এজন্য সীমিত ছিল যে ব্যবহারকারীকেই তার প্রয়োজনীয় সফটয়্যার
তরী করতে হত। ষাটের দশকের মাঝামাঝিতে সফটয়্যার কম্পানিগুলোর
জন্ম হতে থাকে। তবে ১৯৬৫ থেকে ১৯৮৫ সালের মাঝে সফটয়্যার তৈরী
করার বিষয়টি ছিল জটিল ও সমস্যা জর্জরিত ।
এই সময়ে সফটয়্যার প্রকল্পেসমূহ বাজেট ঘাটতি, সময়সীমা অতিক্রম ও সম্পদহানির সমস্যায়
পড়ে। এমনকি কোনো কোনো প্রকল্পে জীবনহানি ঘটে । ওএস ৩৬০ ছিল এমন একটি সফটয়্যার
প্রকল্প যার সূচনা হয় ষাটের দশকে । এতে এক হাজার প্রোগ্রামার কাজ করে ।
সফটওয়্যারের নিরাপত্তার ওভাব তখন ব্যপক ছিল। রেডিও থেরাপির সফটওয়্যারে ত্রুটির
জন্য জীবনহানি ঘটার দৃষ্টান্ত ও রয়েছে। কম্পিউটারের বিকাশের প্রথম যুগে পুরুষরা
সফটওয়্যারের প্রতি আগ্রহ প্রকাশ করত না। হার্ডওয়্যার ছিল তাদের প্রত্যাশিত কাজ ।
মেয়েদেরকে তখন ধৈর্যের সাথে কোড লেখার কাজে ব্যস্ত রাখা হত ১৯৮৫ থেকে সফটওয়্যারের
জন্য পরিকল্পনা। সরঞ্জাম, পেশাদারিত্ব গড়ে উঠতে থাকে । প্রথম যুগের সফটওয়্যার
প্রকৌশলিদের মাঝে রয়েছেন Edsqer Dijkstra,Ken
Jhonson (ইউনেক্সের উদ্ভাবক)
Denis Ritchie(সি-এর উদ্ভাবক) Brian
Kernirqhan(সি-এর সহ গ্রন্থকার)
Bill Joy (সান ও,এস এর উদ্ভাবক)
Anders Hejlsferq(টার্বো পাস্কেলের উদ্ভাবক) Jon Von Neuman (অপারেটিং সিস্টেম
ধারণার উদ্ভাবক) John Backus (Fortan ভাষার উদ্ভাবক ) Bjarne Striustrup(সি++ এর
উদ্ভাবক) Alan Cooper, Jarnes Gisling (জাভার উদ্ভাবক) Alan
Cooper (ভিজ্যুয়াল বেসিক-এর উদ্ভাবক)(Tony Williams .
Software শব্দটি ১৯৫৮
সালে প্রথম ব্যবহার করেন John W Tukey, কার্যত পঞ্চাশের দশকে সফটওয়্যার শিল্পের
সূচনা হয় । প্রথম সফটওয়্যার কম্পানি কম্পিউটার ইউপেজ কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ১৯৫৫
সালে । Elmer Kkuibe এবং John W.
Sheldwon নামের আইবিএম-এর দুজন সাবেক কর্মচারী এই প্রতিষ্ঠানটি
স্থাপন করেন । এর আগে কম্পিউটারের হার্ডওয়্যারের নির্মাতা ও ব্যবহারকারীর
সফটওয়্যার তৈরী করতেন ।