Amaderadd

Friday, August 15, 2014

দ্রুত গতিতে কাজ করা



একটি অংক বা হিসাবের কাজ যদি বড় এবং জটিল হয়, তাহলে মানুষের পক্ষে হাতেকলমে এ রকম একটি অংক বা হিসেবের কাজ করতে কয়েক ঘন্টা বা কয়েক দিন লেগে যেতে পারে। এ ধরনের একটি অংক বা হিসেবের কাজ কম্পউটার হয়তো এক সেকেন্ডের এক লক্ষ ভাগের এক ভাগ সময়ের মধ্যে করে দিতে পারে। আমরা সময়ের হিসাব করি সেকেন্ডে, মিনিট এবং ঘন্টার এককে। কিন্তু, কম্পিউটার এত দ্রুত কাজ করতে পারে। যে শুধু সেকেন্ড হিসেবে এর গতি প্রকাশ করা সম্ভব নয়। কম্পিউটার একটি কাজ এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ সময়ের মধ্যে করতে পারে। সেকেন্ডের ক্ষুদ্রতম এককগুলো হচ্ছে নিম্নরুপ-
১ মিলি সেকেন্ড=১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ।
১মাইক্রো সেকেন্ড=১সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ।
১ন্যানো সেকেন্ড=১সেকেন্ডের একশত কোতি ভাগের এক ভাগ।
১পিকো সেকেন্ড=১সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ।

No comments: