Amaderadd

Friday, August 15, 2014

মিনিফ্রেম কম্পিউটার



Miniframe Computer: মিনিফ্রেম কম্পিউটারের ব্যবহার এখন আর নেই । মেইনফ্রেম কম্পিউটার এবং মিনিফ্রেম কম্পিউটার এর মধ্যে কাজের ধরন ও প্রক্রিয়াগত দিক থেকে তেমন কোনো পার্থক্য ছিল না। মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে মিনিফ্রেম কম্পিউটারের কাজের ক্ষমতা ও কাজের গতি তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু মেইনফ্রেম কম্পিউটারে এক সঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারতেন। মিনিফ্রেম কম্পিউটার ও ছিলো বহুমুখী ব্যবহারের কম্পিউটার। অফিস-আদালত, শিল্প-কারখানা, গবেষণা প্রতিষ্ঠান,ব্যাংক-বীমা ও বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ উপাত্ত প্রক্রিয়াকরন এবং তথ্য ব্যবস্থাপনার জন্য মিনিফ্রেম কম্পিউটার ব্যবহার করা হত। উপাত্ত প্রক্রিয়াকরণ থেকে শুরু করে শিল্পকারখানায় উৎপাদন নিয়ন্ত্রন এবং ব্যাংক-বীমার দ্রুত ও তাৎক্ষণিক হিসেবে নিস্পন্ন করার কাজে মিনিফ্রেম কম্পিউটার ব্যবহার করা হত তবে এই কম্পিউটার টি এখন মার্কেট আউট হয়েগেছে।

1 comment:

YEASIN ARAFAT said...

This Post is very good post. There will details computers realated things.