Amaderadd

Friday, August 15, 2014

সফটওয়্যারের ক্রমবিকাশ



প্রথম দিকের কম্পিউটারের মান ছিল হার্ডওয়্যারের সাথে প্রাপ্ত সফটয়্যার দিয়ে কাজ করা। কাজটি কঠিন ছিল । কারন কম্পিটার ব্যবহার করার জন্য আলাদা আলাদাভাবে সফটয়্যার তৈরী করতে হত। কম্পিউটার ব্যবহার এজন্য সীমিত ছিল যে ব্যবহারকারীকেই তার প্রয়োজনীয় সফটয়্যার তরী করতে হতষাটের দশকের মাঝামাঝিতে সফটয়্যার কম্পানিগুলোর জন্ম হতে থাকে। তবে ১৯৬৫ থেকে ১৯৮৫ সালের মাঝে সফটয়্যার তৈরী করার বিষয়টি ছিল জটিল  ও সমস্যা জর্জরিত । এই সময়ে সফটয়্যার প্রকল্পেসমূহ বাজেট ঘাটতি, সময়সীমা অতিক্রম ও সম্পদহানির সমস্যায় পড়ে। এমনকি কোনো কোনো প্রকল্পে জীবনহানি ঘটে । ওএস ৩৬০ ছিল এমন একটি সফটয়্যার প্রকল্প যার সূচনা হয় ষাটের দশকে । এতে এক হাজার প্রোগ্রামার কাজ করে । সফটওয়্যারের নিরাপত্তার ওভাব তখন ব্যপক ছিল। রেডিও থেরাপির সফটওয়্যারে ত্রুটির জন্য জীবনহানি ঘটার দৃষ্টান্ত ও রয়েছে। কম্পিউটারের বিকাশের প্রথম যুগে পুরুষরা সফটওয়্যারের প্রতি আগ্রহ প্রকাশ করত না। হার্ডওয়্যার ছিল তাদের প্রত্যাশিত কাজ । মেয়েদেরকে তখন ধৈর্যের সাথে কোড লেখার কাজে ব্যস্ত রাখা হত ১৯৮৫ থেকে সফটওয়্যারের জন্য পরিকল্পনা। সরঞ্জাম, পেশাদারিত্ব গড়ে উঠতে থাকে । প্রথম যুগের সফটওয়্যার প্রকৌশলিদের মাঝে রয়েছেন Edsqer Dijkstra,Ken Jhonson (ইউনেক্সের উদ্ভাবক) Denis Ritchie(সি-এর উদ্ভাবক) Brian Kernirqhan(সি-এর সহ গ্রন্থকার) Bill Joy (সান ও,এস এর উদ্ভাবক) Anders Hejlsferq(টার্বো পাস্কেলের উদ্ভাবক) Jon Von Neuman (অপারেটিং সিস্টেম ধারণার উদ্ভাবক) John Backus (Fortan ভাষার  উদ্ভাবক )  Bjarne Striustrup(সি++ এর উদ্ভাবক) Alan Cooper, Jarnes Gisling (জাভার উদ্ভাবক) Alan Cooper (ভিজ্যুয়াল বেসিক-এর উদ্ভাবক)(Tony Williams .
 Software শব্দটি ১৯৫৮ সালে প্রথম ব্যবহার করেন  John W Tukey,  কার্যত পঞ্চাশের দশকে সফটওয়্যার শিল্পের সূচনা হয় । প্রথম সফটওয়্যার কম্পানি কম্পিউটার ইউপেজ কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে । Elmer Kkuibe এবং  John W. Sheldwon নামের আইবিএম-এর দুজন সাবেক কর্মচারী এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন । এর আগে কম্পিউটারের হার্ডওয়্যারের নির্মাতা ও ব্যবহারকারীর সফটওয়্যার তৈরী করতেন

Software development



Value of early computer software to work with the hardware. The task was difficult. The reason for using computing software separately would create. Computer use was limited for this was that the user can master the necessary software. Software companies have to be born in the mid-sixties. However, between 1965 and 1985, the software was to create a complex and troubled. Threat at prakalpesamuha budget deficit, and sampadahanira deadline problem. Death occurs in some projects. OS 360 is a software project that was initiated in the sixties. The programmer of the works. The security software obhaba was huge. Radio therapy software error occurs, for example, and are dying for. Have expressed interest in the development of computer software is the first ever men. Hardware was the work expected of them. The girls were kept busy writing the code, with the patience of the software is planned for 1985. Tools, have lead to professionalism. Software Engineers are among the earliest Edsqer Dijkstra, Ken Jhonson (iuneksera inventor) Denis Ritchie (C -'s inventor) Brian Kernirqhan (C - co-author) Bill Joy (Sun and S.'s inventor) Anders Hejlsferq (Turbo paskelera inventor) Jon Von Neuman (operating system concepts inventor) John Backus (Fortan inventing languages​​) Bjarne Striustrup (inventor of C + +) Alan Cooper, Jarnes Gisling (inventor of Java) Alan Cooper (visual Basic - the inventor) (Tony Williams.
  Software The term was first used in 1958, John W Tukey, virtually in the software industry was introduced in the fifties. The first computer software company founded in 1955 iupeja Corporation. And John W. Sheldwon name Elmer Kkuibe IBM - Two former employees of the company was established. The computer hardware manufacturers and software to create the user.

পঞ্চম প্রজন্মের কম্পিউটার (ভবিষ্যৎ)



পঞ্চম প্রজন্মের কম্পিউটার হবে কৃতিম বুদ্ধি খাটিয়ে কাজ করার ক্ষমতা সম্পন্ন। এ জন্য কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) সংযোজনের উপর গবেষণা চলছে। এ পর্যন্ত এ বিষয়ে খুব সীমিত আকারে সাফল্য অর্জিত হয়েছে পূর্ণ সাফল্য অর্জিত হওয়ার পর পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বিচার বুদ্ধি প্রয়োগ করা সম্ভব হবে বলে কম্পিউটার বিজ্ঞানীরা আশাবাদী । এ ছাড়া মানুষের কণ্ঠে দেওয়া নির্দেশ অনুধাবন করে পঞ্চম প্রজন্মের কম্পিউটার কাজ করতে পারবে। আর পঞ্চম প্রজন্মের কম্পিউটারের গতি, ক্ষমতা যে বিস্ময়কর রুপে বৃদ্ধি পাবে সে কথা বলার অপেক্ষাই রাখে না।
আসলে সথিকভাবে অনুমান করা কঠিন যে, পঞ্চম প্রজন্মের কম্পিউটার কেমন হবে। তবে একুশ শতকের শুরুতে সম্ভাব্য যে সব বৈশিষ্ট্য এ ধরনের কম্পিউটারে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, তা হল-
A/উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির হাজার হাজার মাইক্রোপ্রসেসরে ব্যবহার
B/নতুন প্রজন্মের নতুন আকৃতির উচ্চ প্রসেসিং ক্ষমতার একাধিক কোরের মাইক্রোপ্রসেসরে ব্যবহার
                                                C/ ন্যাচারাল ল্যাংঙ্গুয়েজ প্রোগ্রামিং
D/কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তির চরম বিকাশ
E/ইনপুট ও আউটপুট যন্ত্রের সীমাবদ্ধতা বিলোপ
F/কণ্ঠস্বর শনাক্তকরণ ও বিশ্বের সকল ভাষায় কম্পিউটিং
G/ডায়ানামিক/ইন্টারএক্টিভ মিল্টিমিডিয়াসহ সকল ধরনের তথ্য পারাপার, প্রক্রিয়াকরণ ও ধারন করার বিপুল ক্ষমতা অর্জন
H/ডাটা স্টোরেজ ও সহযোগী যন্ত্রের পরিধির ব্যাপক সম্প্রসারণ
I/বহুমুখী কাজে বহুমুখী ইনপুট/আউটপুট যন্ত্রের ব্যবহার
J/একসাথে অনেক কাজ করা বা মাল্টিপ্রসেসর ও মাল্টিটাস্কিং সিস্টেমের ব্যাপক ব্যবহার

The fifth generation of computers (in the future)



The fifth generation to work krtima knowingly performance. For the computer artificial intelligence (Artificial Intelligence) to fund research on supplements. Very limited in this regard has been achieved so far. Having achieved full success of artificial intelligence will be the fifth generation computer scientists are optimistic that computer. This indicates that the human voice can be persuaded to work the fifth generation computers. The fifth generation computer speed, the ability to increase the beauty of the wonderful things he does not wait.
In fact sathikabhabe difficult to guess that would be a sort of fifth generation computers. However, at the beginning of the twenty-first century, it is probable that such computer can have all the features being considered, it is -
A / maikroprasesare thousands of high-speed access
B / new generation using the new shape of the high processing power of multiple cores maikroprasesare
C / Natural lyannguyeja programming
D / artificial intelligence and robotic technology develop extreme
E / input and output devices to abolish restrictions
F / voice recognition in the world of computing
G / dynamic / interactive miltimidiyasaha crossing all types of data, the processing power to achieve and hold
H / data storage and associated equipment range expansion
I / multi-purpose, versatile input / output device to use
J / or multiprocessor and multi-system work together extensive use of