Amaderadd

Friday, August 15, 2014

প্রথম প্রজন্ম (1946-59)



কম্পিউটারের প্রথম প্রজন্ম হচ্ছে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে তৈরী করা যন্ত্রসমূহের যুগ । এ প্রজন্মের কম্পিউটারে নানা প্রকার দুর্বলতা ও সীমাবদ্ধতা ছিল। তবুও এই যন্ত্রগুলোই পরবর্তী প্রজন্মের নতুন দিগন্তের ভিত্তি তৈরি করেছে। সামরিক বাহিনী সময় কৌশলের প্রয়োজনীয়তা প্রথম প্রজন্মের কম্পিটার প্রযুক্তি ব্যাপক সহায়তা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সংকেতলিপির পাঠোদ্ধারের জন্য ব্রিটিশ সামরিক বাহিনী ULTRA নামের একটি প্রকল্প গ্রহন করে। ব্রিটিশদের দ্বারা ১৯৭৪ সালে স্বীকৃত এই প্রকল্পের আওতায় ১৯৪৩ সালে প্রথম কলোসাস নামের একটি কম্পিটার তৈরী করা হয়। প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
 A/ভ্যাকুয়াম টিউবের ব্যবহার।
B/পাঞ্চকার্ডের সাহায্যে ইনপুট-আউটপুট প্রধান।
C/চালনার সময় উচ্চ শব্দ হওয়া ।
D/প্রচণ্ড উত্তাপ সৃষ্টি হওয়া ।
E/প্রোগরাম রচনায় সংকেতের ব্যবহার করা।

No comments: