Amaderadd

Friday, August 15, 2014

কম্পিউটার ও এর কাজ করার বৈশিষ্ট্য



কম্পিউটারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে, এই বস্তুটি প্রোগ্রাম যোগ্য । একে নির্দেশ দেওয়া হয় এবং প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে সে নির্দেশ অনুসারে কাজ করে ও ফলাফল (যোগ বিয়োগ গূণ ভাগ) বের করতাম। ক্যালকুলেটরের চেয়েও বড় হিসাব-নিকাশ সম্পন্ন করার জন্য কম্পিউটার যন্ত্রের ব্যাবহার শুরু করে। তবে এখন কম্পিউটার কেবল অঙ্কের হিসাব করে না। এই যন্ত্র সকল তথ্য উপাত্তকেই প্রক্রিয়া করে। কম্পিউটারের আরও একটি প্রধান  বৈশিষ্ট্য হল যে, এই যন্ত্রটি বহুমুখী কাজের, বহুমুখী কাজের, বহু কাজ একসাথে করার এবং অনেক যন্ত্রের একক বিকল্প হিসেবে কাজ করে। দিনে দিনে এটি আর কেব্ল যন্ত্র থাকছে না, এটি হচ্ছে প্রযুক্তি, যা অনেক যন্ত্র বা প্রযুক্তির অংশ হচ্ছে । ক্রমশ এটি হয়ে উঠছে অপরিহার্য এক টেকনলজি।

No comments: